November 24, 2024
খেলাধুলা

মহিলা ফিদেমাস্টার খেতাব পাচ্ছেন জান্নাতুল ফেরদৌস

ভারতের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠিত ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডে মহিলা বিভাগে বাংলাদেশ ১৬০ দেশের ১৬২ দলের মধ্যে ৫৬তম এবং ওপেন বিভাগে বাংলাদেশ ১৮৬ দেশের ১৮৮ দলের মধ্যে ৬৬তম তম হয়েছে। নারী দল ১১ খেলায় ১২ পয়েন্ট ও ওপেন বিভাগে বাংলাদেশ দল ১১ খেলায় ১২ পয়েন্ট পেয়েছে।

মঙ্গলবার শেষ রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ ১.৫-২.৫ গেম পয়েন্টে ইন্দোনেশিয়ার কাছে হেরে গেছে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে পরাজিত করেন ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারানতো সুশান্তর সাথে ড্র করেছেন।

ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিকমাস্টার এরভান মোহাম্মদ ও ফিদেমাস্টার কুরনিয়াওয়ান মোহম্মদ আগুসের কাছে হেরে যান।

মহিলা বিভাগে বাংলাদেশ ৩.৫-১.৫ গেম পয়েন্টে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ও মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা যথাক্রমে দক্ষিণ আফ্রিকার বাদেনহোস্ট চলই, মহিলা ক্যান্ডিডেটমাস্টার সেলক্রিক রেবেকা ও মহিলা আন্তর্জাতিকমাস্টার বোয়াহ ডেনিসের বিরুদ্ধে জয়ী হন এবং মহিলা আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন দক্ষিণ আফ্রিকার মহিলা আন্তর্জাতিকমাস্টার ভ্যান জিল চালির্জের সাথে ড্র করেন।

মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস অলিম্পিয়াড হতে মহিলা ফিদে মাস্টারের খেতাব পাচ্ছেন।

বাংলাদেশ ওপেন দলে ছিলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ। মহিলা দলে ছিলেন মহিলা আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার।

ওপেন বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করেন ফিদে ইন্সট্রাক্টর মাসুদুর রহমান মল্লিক এবং মহিলা বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ইন্সট্রাক্টর ও মহিলা ফিদেমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *