মহাড়ম্বরে ঐতিহাসিক জোড়া শিব মন্দিরে শিব-চতুর্দ্দশী সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
গত শুক্রবার শিব চতুর্দ্দশী উদ্যাপন উপলক্ষে দেবাদিদেব মহাদেবের ৪ প্রহর ব্যাপী অহোরাত্র পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জোড়া শিব মন্দির, ৫নং ঘাট, খুলনায় শুক্রবার দিন ও রাতে ধারাবাহিকভাবে আলোচনা সভা, দেবাদিদেব মহাদেবের বিগ্রহে জল প্রদান, ৪ প্রহর ব্যাপী শিবপূজা ও ধর্মীয় যাত্রা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টায় জোড়া শিব মন্দির কমিটির সভাপতি দেবীপ্রসাদ ঘোষের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কণিকা সাহা, শ্যামল সিংহ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বিমান সাহা। আলোচনা সভা শেষে রাত ৮টায় পৌরাণিক যাত্রাপালা ‘গঙ্গাপুত্র ভীষ্ম’ এবং সারারাত ধরে ৪ প্রহরব্যাপী দেবাদিদেব মহাদেবের পূজা অনুষ্ঠিত হয়। পূজায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।