December 21, 2024
আঞ্চলিক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নগর বিএনপির নানা কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভা গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ ফেব্রæয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দলীয় কার্যালয় চত্বরে জমায়েত এবং ২১ ফেব্রæয়ারির প্রথম প্রহরে হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন। ২১ ফেব্রæয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া। খুলনা মহানগর ও জেলার দূরবর্তী থানা বিএনপি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পৃথক কর্মসূচি পালন করবে।

সভায় উপস্থিত ছিলেন নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, মোশাররফ হোসেন, রেহানা ঈসা, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, শেখ সাদী, একরামুল হক হেলাল, সামছুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, নিয়াজ আহমেদ তুহিন, নাজিউর আহমেদ নান্নু, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম, তারিকুল্লাহ খান, ইসহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মোস্তফা কামাল, মেহেদী হাসান সোহাগ, বাচ্চু মীর, নাসির খান, আসলাম হোসেন, নিঘাত সীমা, তৌহিদুল ইসলাম খোকন, সাইমুম ইসলাম রাজ্জাক, মোঃ আলী, মনতাসির আল মামুন, সেলিম বড় মিয়া, জাকারিয়া লিটন, হুমায়ুন কবির, আবু বক্কর, মনিরুল ইসলাম, আ: সালাম, কওসারী জাহান মঞ্জু প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *