মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুয়েটে কর্মসূচী গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রæয়ারি বুধবার রাত ০৯ টায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১ ফেব্র“য়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ কর্তৃক শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ২১ ফেব্র“য়ারি সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন (জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন), সকাল ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০ঃ৩০ টায় আলোচনা সভা, আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি, কল্যাণ কামনা করে দোয়া মাহফিল।