December 22, 2024
আঞ্চলিক

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা লীগের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর শাখা’র উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর কমিটির সভাপতিবীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন অর রশীদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল্লা হেল কাফি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি, সাবেক বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি পুলিশ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ ওলিয়ার রহমান, যশোর বোর্ডে সাবেক চেয়ারম্যান এম আবুল বাশার মোল্লা, সাবেক পরিচালক (স্বাস্থ্য) বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ইসহাক আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. চৌধুরী মাহবুবুল হক, এ কে এম জিয়াউল ইসলাম, ফারহানা হক বাপি, নাহিদা আক্তার লাকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খান আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম (আর্মি), হাফেজ ওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সরদার, এ বি এম ফিরোজ আহমেদ তারু, আলহাজ্ব মোঃ কাওসার মোল্লা, মিসেস নূরিনা রহমান বিউটি, আলহাজ্ব লুৎফুন নাহার হারুন, মায়া আহমেদ, দিলরুবা সুলতানা মুক্তা, লিলিয়া খানম, এম এম অহিদুজ্জামান, এম এম আব্দুল মান্নান খান, বীর মুক্তিযোদ্ধা এড. নূরুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মকিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোল্লা হারুন অর রশীদ প্রমুখ। আলোচনা সভায় মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *