May 9, 2025
আঞ্চলিক

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসির দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ

 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে মহানবী হযরত মোহাম্মাদ (সা.) নিয়ে কটুক্তিকারী রিপন মিত্রর ফাঁসির দাবিতে বিক্ষোব মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা। গতকাল শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগের দিন রাতে ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানীর মুকসুদপুর প্রতিনিধি রিপন মিত্র মহানবী হযরত মোহাম্মদ (সা.) ধর্ষক বলে ফেসবুকে মন্তব্য করে। পরে তার ফাঁসির দাবিতে এক হাজারের অধিক বিক্ষুব্ধ জনতা  বিক্ষোভ মিছিল করে। এসময় মুকসুদপুর সদরের কয়েকটি মসজিদ থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসায় সমাবেশে উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ মুকসুদপুর সার্কেল এএসপি আনোয়ার হোসেন ভুইয়ার নেতৃত্বে মুকসুদপুর থানার পুলিশ বিক্ষোভ মিছিল নিয়ন্ত্রনে আনে। এসময় তিনি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বলেন অভিযুক্ত রিপনমিত্রর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল রাত থেকে তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। রাষ্ট্র তার সর্বোচ্চ শাস্থি দিবে। আপনারা তাকে গ্রেফতার করতে সাহাজ্য করবেন। আইন তার সর্বচ্চ শাস্থি নিশ্চিত করবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *