January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

মহানগর পেশাজীবী শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর পেশাজীবী শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাস্টার আতাহার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা মাহাবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। প্রধান বক্তা ছিলেন নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ। বিশেষ বক্তা ছিলেন মল্লিক নওশের আলী, আব্দুর রহিম খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পেশাজীবী শ্রমিক লীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে এবং এ অপশক্তিকে কঠোর হস্তে প্রতিহত করতে এদের বিরুদ্ধে শ্রমিকলীগের নেতৃত্বে ও পেশাজীবী শ্রমিকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাস্টার আতাহার উদ্দিনকে সভাপতি ও মোল্লা মাহাবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন কার্যকরী সভাপতি মোঃ নূর ইসলাম হাওলাদার, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আল আমিন গাজী, মোঃ রোকনুজ্জামান রোকন, মোঃ মাসুম মল্লিক, মোঃ সুমন হাওলাদার, মোঃ হযরত আলী গাজী, মোঃ ইউসুফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রাবু, মোঃ জামাল উদ্দিন বাবু, মোঃ আবুল বাশার খোকন, মোঃ শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মোঃ সাগর মোল্লা, মোঃ খোকন সিকাদার, মোঃ বাবু, দপ্তর সম্পাদক অশোক কুমার রায়, শ্রম সম্পাদক মোঃ আমিরুল ইসলাম পলাশ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মণ্টু শেখ, আইন বিষয়ক সম্পাদক আনসার আলী মোহরী, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কবির হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক পাঠান, ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কাওছার শেখ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ তুহিন, কার্যকরী সদস্য মোঃ জালাল মোল্লা, মোঃ নূর ইসলাম শেখ, মোঃ হাবিবুল্লাহ, মোঃ হান্নান তালুকদার।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *