মহানগর আওয়ামী লীগ কর্তৃক খুলনা ডায়াবেটিক হাসপাতালে মাস্ক হস্তান্তর
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রেরিত করোনা কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক ও চিকিৎসা সামগ্রী খুলনা ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট চিশতী সোহরাব হোসেন সিকদার, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মোহাম্মদ মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মীর বরকত আলী, সফিকুর রহমান পলাশ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় দলীয় কার্যালয় হতে ডায়াবেটিস হাসপাতালে পক্ষে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন এডভোকেট রজব আলী সরদার।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ