মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী আজ
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাংলা সাহিত্যে যুগপ্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী মধুসূদন একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ জানান, দিনটি পালনে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সাগরদাঁড়ির মধুপলীতে মধুসূদনের আবক্ষমূর্তিতে মাল্যদান, আলোচনা সভা, মধুসূদনের কবিতা থেকে আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান। কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও লেখক ড. তানভীর দুলাল মূখ্য আলোচক হিসিবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কলকাতার কবি কাজল চক্রবর্তী মধুসূদন একাডেমি পুরস্কার গ্রহণ করবেন।