মহসেন জুট মিলের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
খবর বিজ্ঞপ্তি
ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটিসহ চুড়ান্ত পাওনা অতিদ্রুত পরিশোধের দাবিতে গতকাল সোমবার বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের নিকট স্মারকলিপি পেশ করেছে সাধারন শ্রমিক কর্মচারীরা।
মিলটি ২০১৩ সালের ২৩ শে জুন প্রথমে ৩৯০ দিন লে-অফ এবং পরবর্তিতে ২০১৪ সালের ১৭ জুলাই শ্রমিক কর্মচারীদেরকে শ্রম আইনকে অমান্য করে এক নোটিশের মাধ্যমে ছাটাই করা হয়। ছাটাইয়ের ৭ বছর অতিবাহিত হলেও অদ্যবাধি পরিশোধ করা হয়নি শ্রমিক কর্মচারীদের যাবতীয় পাওনাদি।
স্মারকলিপি প্রদানকারে শ্রমিক কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন মিলের শ্রমিক ও খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাগজী ইব্যাহিম, ডাঃ ফরিদ হোসেন, আমির মুন্সি, এরশাদ আলী, মোঃ হাসেম আলী প্রমুখ। এছাড়া আগামী ১০ জুলাই শুক্রবার মহসেন জুট মিল শ্রমিক কলোনিতে চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শ্রমিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাধারন শ্রমিক কর্মচারীদের নেতৃবৃন্দ।