November 27, 2024
আঞ্চলিক

মহসিন জুট মিলে মিলের মেশিন বিক্রির প্রতিবাদে বিক্ষোভ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসিন জুটমিল শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটি ও চূড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে গতকাল শুক্রবার বেলা ৩টায় সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে শ্রমিক কলোনীতে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বকেয়া পাওনা আদায় সংগ্রাম কমিটির আহবায়ক এরশাদ আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহসিন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক আঃ রহমান মোড়ল, মোঃ আইন উদ্দিন, শাহ মোঃ নুরুল ইসলাম ফকির , মোঃ বাবুল হোসেন, শেখ বাবুল প্রমুখ।

শ্রমিকসভায় নেতৃবৃন্দ বলেন ২০১৩ সালের ২৩ জুলাই শ্রম আইনকে তোয়াক্কা না করে সিবিএ’র সহযোগীতায় ৩৯০ দিন বেআইনি লেঅফ ও ২০১৪ সালে ১৭ জুলাই এক নোটিশে সকল শ্রমিক কর্মচারীদের ছাটাই করা হয়। মিল বন্ধের দীর্ঘদিন অতিবাহিত হলেও শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা সহ  চুড়ান্ত পাওনা পরিশোধ করেনি। শ্রমিকের পাওনা পরিশোধ না করেই মিলের মালামাল বিক্রির প্রতিবাদ জানান শ্রমিকরা।

সাধারণ শ্রমিক কর্মচারীরা বলেন ইতিপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষিয় বৈঠকে শ্রমিকের পাওনা পরিশোধ না করে মিলের মাল বের না করার সিদ্ধান্ত হলেও সিবিএ নেতাদের সহযোগিতায় মালিক মিল থেকে রাতের আধারে মালামাল বের করছে। এ সময় সাধারণ শ্রমিকরা অভিযোগ করে বলেন, মিলের সিবিএ’র নেতারা বিশেষ আর্থিক সুবিধা নিয়ে তাদের পছন্দের কিছু শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ করেছেন।

বকেয়া পাওনা আদায় আন্দোলন সংগ্রাম কমিটির আহŸায়ক মোঃ এরশাদ আলী জানান, আগামী ২৩ জানুয়ারী বেলা ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হবে ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *