January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

মশিয়ালীর ট্রিপল হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ ৩ জন ৫ দিনের রিমান্ডে

দ. প্রতিবেদক
খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে আলোচিত ট্রিপল হত্যা মামলার প্রধান আসামি মিল্টন শেখ, তার ভাই জাকারিয়া ও এজাহারভুক্ত আরেক আসামি রেজওয়ান শেখ রাজুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হলে বিচারক মো. শাহীদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার সকালে তাদেরকে ঢাকার মিরপুর এলাকার একটি বহুতল ভবন থেকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর দীর্ঘ তিন মাস তারা আত্মগোপনে ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ এবং কারা কারা জড়িত ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিলো। আদালত প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
কেএমপি’র ডেপুটি কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান জানান, পুলিশ সার্বক্ষণিক এসব আসামিদের পর্যবেক্ষণে রেখেছিল। তবে বার বার অবস্থান পরিবর্তনের কারণে তাদেরকে গ্রেফতার করা যায়নি। সর্বশেষ সোর্সের মাধ্যেমে ঢাকার ওই বাড়িতে দুইজনের অবস্থানের কথা জানা যায়। পুলিশ তাদের অবস্থান ঘিরে ফেললে শেষ মুহূর্তে আরও এক আসামি তাদের সাথে সাক্ষাৎ করতে আসে। ফলে পুলিশ একই সাথে তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে অস্ত্র উদ্ধার, হত্যাকাণ্ডের কারণ ও বাকি আসামিদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে। হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২২ আসামির মধ্যে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ছয়জন হত্যায় জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে খুলনা নগরীর মশিয়ারীতে প্রভাবশালী মিল্টন ও জাকারিয়াদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা ও তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ১৮ জুলাই নিহত মোঃ সাইফুল ইসলামের পিতা মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামী করে মামলা দায়ের (যার নং-১২, ১৮-৭-২০২০ইং) করেন। এই মামলার এজাহারভুক্ত ২২ জন আসামীর মধ্যে এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *