মশিয়ালীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফ্রেন্ড একাদশ চ্যাম্পিয়ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গিলাতলা ফ্রেন্ডস একাদশ আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার মশিয়ালী সিএন্ডবি খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় গিলাতলা এজিএম যুব সংঘ ও ফ্রেন্ড একাদশ একে অপরের মুখোমুখি হয়। ফ্রেন্ডস একাদশ ২-১ গোলে এজিএম যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হাফিজুর ও মিরাজ একটি করে ও এজিএম যুব সংঘের নোমান একটি গোল করেন।
খেলায় ফ্রেন্ডস একাদশের হাফিজুর ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলার উদ্বোধন করেন ফ্রেন্ডস একাদশের সাধারণ সম্পাদক মশিউর রহমান রুবেল । প্রধান অতিথি ছিলেন শ্রমিক নেতা মোঃ জাকারিয়া। ফ্রেন্ডস একাদশের সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বেবক্তৃতা করেন মোঃ আলামিন, সেকেন্দার, জোনাব আলী, মোকসেদ মোড়ল, মুজিবার ফকির, কাবলা প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মোঃ হাফিজুর ।