মশিয়ালীতে ট্রিপল মার্ডারের হত্যাকারীদের দ্রæত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি মিলটন, জাকারিয়া, জাফরিনসহ খুনি সন্ত্রাসীরা আদালত থেকে জামিনে এসে পুনরায় এলাকার সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন, নিরীহ গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা দায়ের ও হত্যার হুমকির প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মশিয়ালী শহীদ স্মৃতি চত্বরে সংবাদ সম্মেলন করেছেন মশিয়ালী সন্ত্রাস নির্মূল কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ পরিবারের পক্ষে হাফেজ মোঃ মাসুম বিল্লাহ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি এরকম খুনি বাইরে থাকলে পুনরায় আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। যে কারণে অতিদ্রæত তাদের জামিন বাতিল করে দ্রæত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, মশিয়ালী সন্ত্রাস নির্মূল কমিটির আহŸায়ক ইউপি সদস্য বক্তিয়ার পারভেজ, সদস্য সচিব আঃ সালাম গাজী, মুনতাজ গাজী, সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগম, হামিদ গাজী, তবিবুর রহমান, মকবুল শেখ, বাবুল শেখ, শহিদ পরিবারের ওলিয়ার রহমান শেখ, মুজিবর রহমান, শহিদুল ইসলাম, রেজাউল শেখ প্রমুখ।