January 19, 2025
আঞ্চলিক

মশিয়ালীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালীতে সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। ভুক্তভোগিরা উক্ত টাকা ফেরত পেতে থানায় জিডিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মৃত ওহাব আকুঞ্জীর পুত্র ফারুক আকুঞ্জী  গিলাতলা ৫নং ওয়ার্ড এলাকার মৃত জামির শেখ এর পুত্র মোঃ তরিকুল ইসলামের কাছ থেকে ১ লক্ষ ৭৫ হাজার, একই এলাকার রবিউল ইসলামের পুত্র রুমান শেখ এর কাছ থেকে ১ লক্ষ ৭৫ হাজার, মৃত জয়নাল সরদারের পুত্র এস এম হেকমত আলীর কাছ থেকে ২ লক্ষ টাকাসহ মোট ৩ জনের চাকরি দেয়ার নাম করে সর্বমোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া আটরা পশ্চিমপাড়ার ওমর আলীর কন্যা হাসনা হেনার কাছ থেকে  আরও ১ লক্ষ টাকা  হাতিয়ে নেয়। পরবর্তীতে একটি ভুয়া নিয়োগপত্র দেখিয়ে মেডিক্যাল খরচ, পুলিশ ভেরিফিকেশন ও ঢাকা যাতায়াত বাবদ বিভিন্ন সময়ে আরও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনার প্রতিকার চেয়ে তরিকুল এর স্ত্রী হোসনেয়ারা সৈয়দ আমেনা গত বছরের ২৫ নভেম্বর খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি করেন, যার নং ২১৫। এছাড়া রূপসা থানাধীন খান মোহাম্মাদপুর গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র মোঃ নাজমুস সাকিব এর কাছ থেকে ২ লক্ষ টাকা এবং খুলনার শিরগাতী মোঃ জাকির হোসেন এর পুত্র জোবায়ের হোসেন পরশ এর কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ল্যাটেক্স কোম্পানীর খুলনা শাখায় চাকরি দেয়ার প্রতিশ্রæতি দিয়ে ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ফারুক আকুঞ্জী টাকা গ্রহণ করে এবং ৩ মাসের মধ্যে নিয়োগপত্র (অ্যাপয়েন্টমেন্ট লেটার) পাইয়ে দেয়ার অঙ্গীকার করে। এছাড়া কয়েকজনকে ভূয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে প্রতারক ফারুক আকুঞ্জী। পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত ফারুক আকুঞ্জি ভুক্তভোগী তরিকুল ও তার স্ত্রী হোসনেয়ারা সৈয়দ আমেনাকে হুমকি-ধামকি প্রয়োগ করে। এ ব্যাপারে পাওনা টাকা ফেরত  ও পরিবারের সদস্যদের  নিরাপত্তা চেয়ে তরিকুল এর স্ত্রী হোসনেয়ারা সৈয়দ আমেনা বেগম ২৬ ফেব্রæয়ারি শুক্রবার খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী জানান, ফারুক আকুঞ্জি চাকরি দেয়ার নাম করে দীর্ঘদিন ধরে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোরকাজ বিশ্বাস জানান, এ পর্যন্ত ফারুক যত লোকের কাছ থেকে টাকা নিয়েছে তার পরিমাণ প্রায় অর্ধ কোটি,  প্রতিদিনই ভোরবেলা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত  তাঁর কাছে চাকরির আশায় প্রতারণার স্বীকার হয়ে কষ্টে অর্জিত দেওয়া টাকা ফেরত নিতে আসে অনেকেই।

এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন বলেন, ফারুক আকুঞ্জির বিরুদ্ধে এর আগেও চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, সর্বশেষ শুক্রবার গিলাতলা ৫নং ওয়ার্ডের গৃহবধূ হোসনেয়ারা লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত ফারুক আকুঞ্জির নিকট মুঠোফোনে (০১৭১৮-২০৮৬৯২) যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ভুক্তভোগীরা ঊর্দ্ধোতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *