January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

মশিয়ালীতে গুলিবিদ্ধ আফসারকে ঢাকায় প্রেরণ, গণপিটুনীতে নিহতের দাফন সম্পন্ন

দ. প্রতিবেদক
খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকায় গত বৃহস্পতিবার গুলিবিদ্ধ আফসারের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। আফসারের ছেলে বাবু জানিয়েছেন, তার পিতার অবস্থা অবনতি হয়েছে। তার ফুসফুসে গুলি থাকায় উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার বিকালে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে।
অপরদিকে ট্রিপল মার্ডারের পর গণপিটুনিতে নিহত জিহাদের মরদেহ তিনদিন পর গতকাল রবিবার পুলিশ প্রহরায় গোপনে যোগীপোল কবরস্থানের পাশে জানাজা শেষে দাফন করা হয়েছে। এর আগে নিহতের মামা সিরাজুল ইসলাম রবিবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিহাদের লাশ গ্রহণ করেন। লাশটি মশিয়ালী তার গ্রামে না নিয়ে এ্যাম্বুলেন্স যোগে মাগরিবের আগে পুলিশ প্রহরায় যোগিপোল ৭নং ওয়ার্ডের চেয়ারম্যানের কবরস্থানে আনা হয়। পরে সেখানে নিহতের গোসল করিয়ে মাগরিব নামাজের পর জানাযা শেষে কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে জাকারিয়া-জাফরীন-মিল্টন গংদের গুলিতে তিনজন নিহত হয়; পরে গ্রামবাসীর গণপিটুনিতে জাকারিয়ার চাচাতো ভাই জিহাদ মারা যায়। এসব ঘটনায় নিহত সাইফুলের পিতা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *