মশিয়ালীতে অস্ত্র ও গুলিসহ আটক ২
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী মীনাবাজার এলাকা থেকে দেশীয় তৈরী ১টি সার্টারগান, ১টি রিভলবার ও ১ রাউন্ড তাজা গুলি এবং ২ রাউন্ড গুলির খোসাসহ ২ জনকে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ। গতকাল রবিবার সন্ধায় ইষ্টার্ণগেট বাজার থেকে মশিয়ালী মীনাবাজার এলাকার রবিউলের পুত্র ইমরান (১৯) ও একই এলাকার হারুন শেখের ছেলে শিহাব (১৮) কে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৯টায় আটককৃত মশিয়ালী শিহাবের বাড়ীর আঙ্গীনায় ইটের খোয়ার ভিতরে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে গত ২৬ অক্টোবর খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সোহেল শিকদারকে মশিয়ালী এলাকায় গুলি করার ১টি অস্ত্র রয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলা নং-১১, তাং-২৪/১১/১৯।