মশিয়ালিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনা বাজার এলাকার সালাম আকুঞ্জির পুত্র তৌহিদুর আকুঞ্জি, একই এলাকার কালাম শেখের পুত্র সুমন শেখ (২২) কে গত বুধবার রাত ৯টার সময় পূর্ব শত্রæতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় সুমনের আত্বচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর জখম অস্থায় সুমনকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করে।
খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন বলেন, এ ধরনের ঘটনা ঘটেছে শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।