মশার উপদ্রব থেকে পরিত্রাণের দাবি জনউদ্যোগের
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে শীতের শেষে হঠাৎ বেড়ে গেছে মশার উপদ্রব। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মশা নিধনে খুলনা সিটি করপোরেশনকে কার্যকর কোনো পদক্ষেপ না দেখতে পেয়ে হতাশ নগরবাসী। এ থেকে পরিত্রাণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারি এ্যাডঃ মোমিনুল ইসলাম, কনসেন্সেনে নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, সোহাগের সভাপতি নরেশ চন্দ্র দেবনাথ, পরিতোশ শীল, মানিক ভদ্র প্রমুখ।