মশক নিধনে নগরীতে কেসিসি’র ক্রাশ প্রোগ্রাম অব্যাহত
দ: প্রতিবেদক
মশক নিধনের লক্ষ্যে খুলনা মহানগরীতে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন। এ প্রোগ্রামের আওতায় ফগার মেশিনের সাহায্যে নগর জুড়ে মশক নিধন কার্যক্রম চলছে।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নির্দেশে গত ১৯ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ১১ই এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। প্রতিদিন ৬টি করে ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কেন্দ্রীয়ভাবে কার্যক্রম তদারকি করছেন কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশীদ আহম্মেদ টোনা, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, সচিব মো: আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ ও কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের তত্ত¡াবধানে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ মাঠ পর্যায়ে কর্মসূচী বাস্তবায়ন করছেন। কর্মসূচী সফল করতে কেসিসি’র পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।