মশকনিধনে সামাজিক সংগঠন সোস্যাল সেড
খবর বিজ্ঞপ্তি
মশার অত্যাচারে জনজীবন অতিষ্ট। মশার এমন প্রকোপ থেকে এলাকাবাসিকে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন সোস্যাল সেড। শুক্রবার সকাল থেকে নগরীর ৩১নং ওয়ার্ড মোজাহিদপাড়া, মোল্লাপাড়া এলাকায় সোস্যাল সেড’র উদ্যোগে মশকনিধন কর্মসূচি পালন করা হয়।
৩১নং ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় এসব এলাকায় মশকনিধনে স্প্রে ছিটানো হয়। এ কার্যক্রমে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন কাউন্সিলর এবং সোস্যাল সেড’র পৃষ্ঠপোষক মোঃ আরিফ হোসেন মিঠু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী (নামী), কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন, আরাফাত শিকদার, মোঃ মিজান মৃধা, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সাদিদ খান সাদি, মোঃ রায়হান তালুকদার, নাজমুস সাকিব, মোঃ জাকারিয়া হোসেন প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ