November 23, 2024
Uncategorized

মধ্যাকাশে সংঘর্ষে ভারতীয় বাহিনীর ২ জঙ্গি বিমান বিধ্বস্ত

দক্ষিণাঞ্চল ডেস্ক
মধ্যাকাশে সংঘর্ষের পর ভারতীয় বিমান বাহিনীর অ্যারোবেটিক টিমের দুটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। দুই বিমানের তিন পাইলটের মধ্যে একজন মারা গেছেন এমন খবর পাওয়ার কথা জানিয়েছে এনডিটিভি। অপর দুই পাইলট নিরাপদে বের হতে পারলেও আহত হয়েছেন।
মহড়া চলাকালে সংঘর্ষের পর বিমান দুটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। বেঙ্গালুরুর উত্তরাংশের ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে ওই মহড়া চলছিল। বুধবার অ্যারো ইন্ডিয়া শো শুরু হওয়ার কথা রয়েছে। ওই শো উপলক্ষেই বিমান বাহিনীর সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের মহড়া চলছিল।
বার্তা সংস্থা পিটিআইএক পুলিশ ও দমকলের মহাপরিচালক এমএন রেড্ডি বলেছেন, দুই বিমানে তিন জন পাইলট ছিলেন, একজন মারা গেছেন। দুজন রক্ষা পেয়েছেন। গণমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা গেছে, জটিল শৈলি প্রদর্শনকালে সংঘর্ষের পর দুটি হক জঙ্গি বিমান নিচে পড়ে যাচ্ছে। অন্য একটি ভিডিওতে দূর থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। বিমান দুটি বিমান ঘাঁটির ভিতরে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *