January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

মধ্যরাতে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের পাশে খুলনা জেলা প্রশাসক

দ. প্রতিবেদক
মধ্যরাতে নগরীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
নগরীর রেল স্টেশন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, পাওয়ার হাউজ মোড়, ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড়, থানার মোড়, জেলখানাঘাটসহ বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক জানান, করোনা মহামারির দুর্যোগকালে ছিন্নমূল দরিদ্র মানুষ শীতে যাতে কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কর্মকর্তাদের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে খুলনায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।খুলনা নগরীর রেল স্টেশন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, পাওয়ার হাউজ মোড়, ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড়, থানার মোড়, জেলখানাঘাটসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *