December 22, 2024
জাতীয়

মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেলবাজি

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে তিন দিনের ব্যবধানে আবারও ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। নিউ মার্কেট ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ রইচ উদ্দিন জানান, রবিবার সকাল পৌনে ১০টার পর সেখানে পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে রইচ উদ্দিন বলেন, বিস্ফোরণগুলো হয় প্রায় একই জায়গায়। ঘটনাস্থলে কালো টেপে মোড়ানো ছিন্ন ভিন্ন কিছু টুকরো পাওয়া গেছে। এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল পাওয়ার পর তাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।

প্রক্টর একেএম গোলাম রব্বানী সেদিন বলেছিলেন, যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এখন যা ঘটছে তার জন্য আমরা মর্মাহত। একইসাথে যা ঘটানোর চেষ্টা করা হচ্ছে এটি খুবই উদ্বেগজনক।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *