মদ্যপানে নয়জনের মৃত্যুর সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জনউদ্যোগের
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় বিএম এ মিলনায়তনে জনউদ্যোগ, খুলনার আয়োজনে খুলনায় মদ্যপানে নয়জনের মৃত্যুর সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সূচনা বক্তব্য রাখেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৫দিন অতিবাহিত হলেও খুলনায় মদ্যপানে নয়জনের মৃত্যুর সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে না পারায় খুলনাবাসী হতবাক হয়েছে। যারা মদপানে মারা গেছেন তাদের কোনও পারমিট ছিল না তাহলে তারা কিভাবে মদ তাদের হাতে পৌছাল তা আজও স্পষ্ট নয়। নেতৃবৃন্দ মনে করেন মদ্যপানে নয়জনের মৃত্যুর সঠিক তদন্ত হলে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনউদ্যোগের নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি মফিদুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের হুমায়ন কবির ববি, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন রায়, নিরাপদ সড়ক চাই এর জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, কনসার্সের নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল -ইসলাম, রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল, সোনালী দিন প্রতিবন্ধীর সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরা, সম্মিলিত রাইটার্স ফোরামের নূরুন নাহার হীরা, পানি অধিকার কমিটির রাসেল প্রমুখ।