মতিঝিলে নারীকে ছুরিকাঘাতের পর যুবককে গণপিটুনি
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার মতিঝিলের কালভার্ট রোডে এক নারীকে ছুরিকাঘাতের পর গণপিটুনিতে আহত হয়েছেন এক যুবক। গতকাল শনিবার বিকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রুমা বেগম (৪৮) নামে আহত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, রুমা বেগম কালভার্ট রোডে থাকেন এবং মতিঝিলে বিভিন্ন অফিসে ভাত বিক্রি করেন। বিকালে বাসা থেকে বের হওয়ার পর রুমার গলা থেকে এক যুবক চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় যুবকটি তার গলায়, মাথায় এবং বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাকে ধরে ফেলে। গণপিটুনিতে আহত ওই যুবককেও গ্রেপ্তারের পর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।