November 27, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিন নিয়োগে এমপির পরামর্শ নেওয়ার সুপারিশ

দক্ষিণাঞ্চল ডেস্ক
মডেল মসজিদগুলো যাতে ‘ধর্মীয় উগ্রবাদের’ কেন্দ্র না হয়, সেজন্য স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শে ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে প্রতিটি জেলা, উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি, যেসব মসজিদের কাজ এখনো শুরু হয়নি, দ্রুত সেসব মসজিদের কাজ শুরু করার সুপারিশ করা হয়।
মডেল মসজিদ নির্মাণের অগ্রগতি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করতেও সুপারিশ করেছে কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপনে প্রকল্প নেওয়া হয়।
ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা রাখার সঙ্গে সঙ্গে সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও এসব মসজিদ মসজিদ ভূমিকা রাখবে বলে সরকার মনে করছে। কমিটির সভাপতি মো. রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে কমিটির সদস্য ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও রত্না আহমেদ বৈঠকে অংশ নেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *