মঞ্জু’র স্ত্রীর সুস্থতা কামনায় ২৮নং ওয়ার্ডের সকল মসজিদে দোয়া
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র সহধর্মিনী, মানবাধিকার নেতা অ্যাড. সৈয়দা সাবিহা খাতুন করোনা রোগে আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছে। গতকাল বৃহস্পতিবার তার সুস্থতা কামনা করে ২৮নং ওয়ার্ডের সকল সমজিদসহ পিটিআই মসজিদে দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অ্যাড. সৈয়দা সাবিহার করোনা মুক্তি ও সুস্থতা কামনা করা হয়। এছাড়াও ২৮ ওয়ার্ড বিএনপি একযুক্ত বিবৃতিতে সৈয়দা সাবিহাসহ করোনা রোগে আক্রান্তদের সুস্থতা কামনা করেছেন।
বিবৃতিদাতার হলেন মো. ইসহাক তালুকদার, ওহেদুর রহমান দিপু, মিজানুর রহমান ডিকেন, ডা. মো. ফারুক হোসাইন, হাবিবুর রহমান, জিএম রফিকুল হাসান, কামরান হাসান, এসএম কামাল হোসেন, মাসুদ খান বাদল, মাহবুব হাসান বিপ্লব, এসএম ফরিদুল হক, কামাল হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, তারেক হাবিবুল্লাহ, জিহাদুল হক, মঞ্জুরুল আলম, আরিফুর রহমান, আশিকুর রহমান সেলিম, রিপন হাওলাদার, আমিন হোসেন, হেমায়েত হোসেন, সাকিব হোসেন, মনিরুল ইসলাম, ইদ্রিস আলি, শুকুর আলি, শরিফুল ইসলাম, জুয়েল, শফিউদ্দিন আহমেদ, ফয়সাল আহমেদ প্রমুখ।