মজিদপুর ইউপির উপ-নির্বাচনে সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন অফিস। জানা গেছে, উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত গোলাম সরোয়ার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ নেতা মাওঃ আব্দুল হালিম, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হুমায়ূন কবীর পলাশ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম গত ৩০ জুন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
একই দিনে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৯নং সাধারণ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমাদিয়েছেন সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আকবার আলী ও শরিফুল ইসলাম। এদিকে ২ জুলাই ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।