মক্কা বাদে সৌদি আরবের অন্যত্র কারফিউ শিথিল
মক্কা ও এর আশপাশের এলাকা বাদে সৌদি আরবের অন্যান্য অংশে কারফিউ শিথিল করা হয়েছে।
রোববার থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
মক্কা ও এর আশপাশের এলাকাগুলোতে আগের মতোই ২৪ ঘণ্টা কারফিউ বহাল থাকছে, কিন্তু দেশটির অন্যান্য অংশে ১৩ মে পর্যন্ত স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
শুক্রবার থেকে সৌদি আরবে রমজান মাস শুরু হওয়ায় কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে।
রাজকীয় ওই আদেশে বুধবার থেকে ১৩ মে পর্যন্ত খুচরা ও পাইকারি দোকান এবং বিভিন্ন শপিং মল খুলে দেওয়ার পাশাপাশি কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম ফের শুরুরও অনুমতি দেয়া হয়েছে বলে এসপিএ জানিয়েছে।
সেলুন ও সিনেমা হলের মতো যেসব স্থানে সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলা সম্ভব নয়, সেগুলো আগের মতোই বন্ধ থাকছে। পাঁচ জনের বেশি জমায়েতে দেওয়া নিষেধাজ্ঞাও বলবৎ আছে।
যেসব দোকান খোলার অনুমতি দেওয়া হবে সেগুলোতেও প্রতি ১০ বর্গমিটারে একজনের বেশি ক্রেতা থাকতে পারবে না।
মলগুলো প্রতি ২৪ ঘণ্টায় একবার করে জীবাণুমুক্ত করতে হবে। ১৫ বছরের নিচে কোনো শিশুকে এসব মলে ঢোকার অনুমতি দেওয়া হবে না।
এর বাইরে রাজধানী রিয়াদের কর্তৃপক্ষ ব্যাংক নোট ব্যবহারে আপত্তিসহ আরও কিছু সতর্কতামূলক নির্দেশনাও জারি করেছে।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এ মুসলিম দেশটিতে এরই মধ্যে ১৬ হাজার ২৯৯ জনের কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে, মৃতের সংখ্যা পৌঁছেছে ১৩৬ এ।
আক্রান্ত-মৃতের এ সংখ্যা ছয় সদস্যবিশিষ্ট উপসাগরীয় সহায়তা কাউন্সিলের (জিসিসি) দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
জিসিসির দেশগুলোর প্রায় ৪৩ হাজার মানুষের দেহে নতুন এ করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে; মৃত্যু ছাড়িয়েছে আড়াইশ।