ভ্যাকসিন নিয়ে আশাবাদী ফাউসি, ব্যাপক লকডাউন দরকার নেই
দৈনিক করোনা সংক্রমণের হার সমানতালে এগিয়ে চললেও ভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আর ব্যাপক লকডাউনে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি। শিগগিরই বিশ্ব করোনার একটি কার্যকর ভ্যাকসিন পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে এ কথা জানান ফাউসি।
শিগগিরই করোনার কার্যকর একটি ভ্যাকসিন আসবে, এ ব্যাপারে আশাবাদ জানিয়ে এই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ‘মডার্না’ যে ভ্যাকসিন তৈরির কাজ করছে, প্রাথমিক ফলাফলে এটি উত্সাহব্যাঞ্জক। এরই মাঝে এটি পশুর ওপর ভালো ফল দেখিয়েছে। মানবদেহেও এর প্রাথমিক ফলাফল আশাবাদী হওয়ার মতো।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যসহ বেশ কিছু এলাকায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে, এসব অঞ্চলে কঠোর লকডাউন দেওয়া প্রয়োজন কিনা জানতে চাইলে ফাউসি বলেন, আমার মনে হয় না যে, আমাদের আবারও লকডাউন ব্যবস্থায় ফিরে যাওয়ার ব্যাপারে কথা বলতে হবে।
এ বিশেষজ্ঞ আরও বলেন, করোনাকে প্রতিহত করা সম্ভব, প্রকৃতিই এর প্রমাণ দিচ্ছে। যেহেতু আক্রান্ত ব্যক্তিরা সেরে ওঠার পর তাদের অ্যান্টিবডি তৈরি হয়, ফলে এর ভ্যাকসিন উদ্ভাবন সম্ভব এ ব্যাপারে আত্মবিশ্বাসী হওয়া যায়।
যুক্তরাষ্ট্রে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব জানতে চাইলে ফাউসি বলেন, যেখানে করোনা সংক্রমণের ঘটনা নেই, সেসব অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। কিন্তু, যেসব অঞ্চলে সংক্রমণ চলমান, সেগুলোর ক্ষেত্রে আরও অপেক্ষা করতে হবে। এছাড়া কিছু এলাকায় ভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক দিন পরপর স্কুল চালু রাখা বা মাস্ক পরে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে বসা, এ ধরনের পদক্ষেপ নেওয়া যায়।