ভ্যাকসিনের ডাটাবেজ খাতে ২ কোটি ৮৮ লাখ টাকা চায় স্বাস্থ্য বিভাগ
কোভিড-১৯ রোধে ভ্যাকসিন কার্যক্রমের জন্য ডাটাবেজ খাতে ২ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। সম্প্রতি এ বরাদ্দ চেয়ে অর্থ সচিবকে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের বাজেট অধিশাখা।
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২০-২১ অর্থ বছরে সংশোধিত বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগের সাধারণ থোক বরাদ্দ খাতে বরাদ্দকৃত ৭৮ কোটি ৮০ লাখ টাকার অব্যয়িত অর্থ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিন কার্যক্রমের জন্য ডাটাবেজ খাতে ২ কোটি ৮৮ লাখ ৮১ হাজার টাকা পুনঃউপযোজনপূর্বক বরাদ্দ দেওয়ার অনুরোধ করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা অনুযায়ী চলতি ২০২০-২১ অর্থ বছরের বাজেটে “করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা তহবিল” থেকে অধিদপ্তরের অনুকূলে চার দফায় ১ হাজার ৫৫১ কোটি ৯৩ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।