ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেয়া ভারতের মন্ত্রী করোনায় আক্রান্ত
ভারতের হরিনায়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। গত মাসে করোনার একটি ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেন অনিল ভিজ।
শনিবার টুইটারে নিজেই করোনা আক্রান্তের খবর জানিয়েছেন অনিল ভিজ।
৬৭ বছর বয়সী মন্ত্রী অনিল ভিজ বলেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমি আমবালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছেন তাদের আমি করোনা পরীক্ষার আহ্বান জানাচ্ছি।’
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বও অনিল ভিজের ওপর। গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের কোভাজিন ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালে অংশ নেন তিনি।
সে সময় টুইটারে তিনি জানান, তিনিই হবেন তার রাজ্যে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবী।
এদিকে ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৫ লাখে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার ৭১৪ জন মানুষের।