January 22, 2025
আঞ্চলিক

ভোলায় পুলিশের গুলিতে ৪ জন নিহতের প্রতিবাদে খুলনায় বিএনপি’র বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি

ভোলায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে জমায়েত হওয়া ধর্মপ্রাণ মানুষের উপর পুলিশের নির্বিচারে গুলিতে নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহেদুজ্জামান রানা। কোরআন তেলাওয়াত ও নিহতদেও জন্য দোয়া করেন হাফেজ মাওলানা আঃ মান্নান।

বক্তৃতা করেন মনিরুজ্জামান মনি, শেখ মুজিবর রহমান, আমীর এজাজ খান, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আঃ রশিদ, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, সামসুল আলম পিন্টু, মেজবাউল আলম, খন্দকার ফারুক হোসেন, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, রেহানা ঈসা, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ধর্মপ্রাণ মুসলমানদেও কাছে হযরত মুহম্মাদ (সা:) সম্পর্কে কটূক্তি নি:সন্দেহে ভীষণ পীড়াদায়ক। অথচ বার বারই একশ্রেণির ঘৃণিত মানুষ এ ধরনের নিকৃষ্ট কাজে লিপ্ত। ভোলার  ন্যাক্কারজনক হত্যাকান্ড ধর্মপ্রাণ মুসলমানতো বটেই যে কোন উদারনৈতিক মানুষের পক্ষে  মেনে নেয়া সম্ভব নয়। অবিলম্বে দায়ী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানানো হয়। একই সাথে কটূক্তিকারীর বিচারের দাবি জানানো হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *