January 22, 2025
জাতীয়

ভোলায় জলদস্যু বাহিনীর প্রধান জাকির গ্রেফতার

দক্ষিণাঞ্চল ডেস্ক

মেঘনা নদীর জলদস্যু জাকির বাহিনীর প্রধান মো. জাকিরকে ‘ডাকাতির

প্রস্তুতিকালে’ ভোলায় গ্রেফতার করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার ভোরে

তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কোস্টগার্ড

দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ।

জলদস্যু জাকির ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্ত

মুন্সি গ্রামের টিটু হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ‘দুইটি

একনলা পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম’

উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন মঈন উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড

দক্ষিণ জোনের একটি অপারেশন দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে

গ্রেফতার করে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাকিরের

সহযোগীরা পালিয়ে যায় বলে জানান তিনি। এ সময় তার কাছ থেকে

ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি এক নলা পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও

অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

জাকিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উলে­খ করে তিনি বলেন, জাকির

ভোলার মেঘনা নদীর ‘কুখ্যাত জলদস্যু’। অনেক জেলে তার ভয়ে রাতে নদীতে

মাছ শিকারে যেত না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *