November 15, 2024
আঞ্চলিক

ভোমরায় গৃহবধুকে পিটিয়ে জখম ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ

 

সাতক্ষীরা প্রতিনিধি

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোমরায় এক গৃহবধুকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত ৩১ মার্চ ২০২০ রাত আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার ভোমরা এলাকায় জহরুল গাজীর স্ত্রী মঞ্জুয়ারাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মঞ্জুয়ারা খাতুনের পক্ষের বাদীর জামাতা শামছুর রহমান ৫ এপ্রিল ২০২০ সাতক্ষীরা সদর থানায় একটি এজহার জমা দিলেও গত ৫ দিনে তা রেকর্ড হয়নি।

এজহার সূত্রে জানা যায়, জমি জায়গার বিরোধের জের হিসেবে গত ৩১ মার্চ ২০২০ ইং তারিখে মঞ্জুয়ারার বাড়িতে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে ভোমরা পূর্বপাড়া এলাকার মৃত আঃ রউফ গাজীর ছেলে রফিকুল ইসলাম, মৃত আনার আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক ও তার স্ত্রী আম্বিয়া খাতুন একযোগে লোহার রড, শাবল, বাশের লাঠি নিয়ে বাদীনিকে মারপিট করতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের মারপিটের কারণে বাদীনি মাটিতে পড়ে গেলে রফিকুল মঞ্জুয়ারার বাম পায়ের হাটুর উপরে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। আবু বক্কর সিদ্দিক বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। এসময় তার আত্ম চিৎকারের প্রতিবেশীরা ছুটে এসে গুরুত্বর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করে। এজহারটি রেকর্ড করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহনের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মঞ্জুয়ারার পরিবার। এ বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর কাছে একাধিকবার রিং দিলেও ফোনটি রিসিভি করেননি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *