ভোট শান্তিপূর্ণ হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সকালে ঢাকা উত্তরের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ প্রতিক্রিয়া জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। এজেন্ট বের দেওয়ার অভিযোগ তারা (বিএনপি) সব সময় করে থাকে। ভোটাররা তাদের কাঙ্খিত প্রার্থীকে নির্বাচিত করবেন।”
ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, “বিএনপি সব সময় এসব বলে থাকে। তবে আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে যখনই অভিযোগ গেছে তখনই তারা প্রয়োজনে ব্যবস্থা নিয়েছেন।”
এক ভোটারের ভোট দিতে না পারার বিষয়ে মন্ত্রী বলেন, “বিষয়টি প্রিজাইডিং অফিসারের কাছে কমপ্লেইন করলে তিনি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
“এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কেউ অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা হবে। এসব ব্যাপারে সাংবাদিকদেরও ভূমিকা নেওয়ার আছে।”