January 19, 2025
বিনোদন জগৎ

ভোগ প্রচ্ছদে অন্য এক আনুশকা

চলতি বছর ১ জুলাই ভোগের প্রচ্ছদে উঠে আসেন আনুশকা শর্মা। পাতলা শরীরে সুইমিং ড্রেস জড়িয়ে ভেজা চুলে সমুদ্রের জলে পা ডুবিয়ে গল্প করেন, দাম্পত্য জীবনের। বলেন, ‌‘বিয়ের ৬ মাসে আমরা দুজনে একসঙ্গে কাটিয়েছি মাত্র ২১ দিন!’তার ঠিক ৬ মাসের মাথায় ভোগ-এর নতুন বছরের প্রথম সংখ্যার প্রচ্ছদে উঠে এলেন আবারও। তবে এবারের আসা একেবারে আলাদা অবয়বে। যা দেখে যেমন ছড়িয়েছে মুগ্ধতা, তেমন বিস্ময়ও!
হুম, ভারতীয় দলপতি বিরাট কোহলির অর্ধাঙ্গিনী আনুশকা শর্মা বছর শেষে হাজির হলেন মাতৃত্বের বার্তা নিয়ে। ভোগ-এর ১ জানুয়ারির ভারতীয় সংস্করণের প্রচ্ছদে তাকে পাওয়া যাচ্ছে ‘পেট খোলা ফটোশুটে’! আর মন্তব্যের ঘরে মিলেছে তার অসাধারণ এক বক্তব্য, ‘গর্ভধারণ মানে হচ্ছে, আপনি নিজের শরীরের সঙ্গে আরও বেশি সংযুক্ত হওয়া। আমার অনুভূতিটা অন্তত তাই।’
অন্যদিকে আনুশকা ভোগ প্রচ্ছদের ছবিটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার দিয়ে লেখেন, ‘এই মুহূর্তটি আমি মূলত আমার জন্য ধারণ করেছি, অনেকটা মজার ছলেই।’
এদিকে ভোগের সঙ্গে আলাপে আনুশকা বেশ কিছু অসাধারণ কথা বলেন নিজের মাতৃত্ব আর অনাগত সন্তানকে ঘিরে। তার ভাষ্যে, ‘আমরা কখনোই সন্তানকে জনসম্মুখে আনতে চাইবো না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেই ওকে আনার কোনও আগ্রহ আমাদের নেই।’
মন্তব্যটি সম্ভবত সাইফ-কারিনা-তৈমুরকে উদ্দেশ্য করেই ছুঁড়লেন এই ‘পিকে’-গার্ল!জানুয়ারি (২০২১) মাসেই প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন বলিউডের অন্যতম এই অভিনেত্রী-প্রযোজক। যেটি প্রথম জানান দেন গত আগস্টে।
আনুশকা মা হওয়ার খবর প্রকাশের পর এবারই প্রথম মাতৃত্ব ইস্যুতে দীর্ঘ ও গভীর আলাপ করেছেন ফ্যাশন ঘরানার দামি ম্যাগাজিন ভোগের সঙ্গে। তাই নয়, সন্তানসম্ভবা ভারী পেট নিয়ে আনুশকা যেভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন- সেটি ছিল বেশ আত্মবিশ্বাসী।
বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর), যে ছবিগুলো নেটিজেনদের মনে নতুন আলো ছড়িয়ে দিচ্ছে ভাইরালের নামে। এমন সাহসী ও আত্মবিশ্বাসী ফটোশুটে অংশ নেওয়ায় শুভেচ্ছায় ভাসছেন ‘রাবনে বানাদে জোড়ি’-খ্যাত এই অভিনেত্রী।
আনুশকা-বিরাট বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১৭ সালে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *