ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ চার কর্মকর্তা আক্রান্ত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ আরও চার কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন
এর আগে গত বুধবার অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
রোববার মহাপরিচালকসহ আরও চারজন কর্মকর্তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা উপ-পরিচালক মাসুম আরেফিন জানিয়েছেন।
আক্রান্ত অন্য কর্মকর্তারা হলেন- উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও রজবী নাহার।এদের আগে তাদের গাড়িচালক মিলিয়া খানমেরও করোনাভাইরাস শনাক্ত হয়।
মাসুম আরেফিন বলেন, “আক্রান্তরা সবাই বাসায় আইসোলেশনে আছেন। তারা সবাই এখনও ভালো আছেন।”
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে চলমান তদারকি অভিযান এবং করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ন্যূনতম শারীরিক দূরত্ব বজায় রাখতে অভিযান চালিয়ে আসছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটির মধ্যেও শুক্র-শনিবারসহ সপ্তাহের প্রায় প্রতিদিনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার বাজারে অভিযান পরিচালনা করে আসছে। প্রায় ষাট বছর বয়সী মহাপরিচালক বাবলু কুমার সাহাও এসব অভিযানে অংশ নেন।প্রশ্নের জবাবে মাসুম আরেফিন জানান, ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তা আছেন মোট ১৬ জন। তাদের মধ্যে পাঁচজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া আরও কয়েকজনের মধ্যে উপসর্গ থাকায় মঙ্গলবার তাদের পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে।
আগে থেকেই হৃদরোগের সঙ্গে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকা মনজুর শাহরিয়ারকে নিয়ে ‘বেশি চিন্তা’ হচ্ছে বলে জানান মাসুম আরেফিন।