ভৈরব রাইডার্স ক্রিকেট দলের জরুরী সভা অনুষ্ঠিত
দ. প্রতিবেদক
ওয়ালটন-খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন এর পৃষ্ঠপোষকতায় অংশ নেওয়া ভৈরব রাইডার্স ক্রিকেট দলের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভৈরব রাইডার্সের টিম ওনার দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন।
খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দলের কোচ ও ম্যানেজার শেখ আবু হাসান, কো-অর্ডিনেটর এস এম জাহিদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) মিলন হোসেন, দলের অধিনায়ক আহমদ মুসা রঞ্জু, সহ-অধিনায়ক মো. মাকসুদুর রহমান, খেলোয়াড় বাপ্পী খান, তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ আল এহসান, সাদ আহমেদ খান, মো. খায়রুল আলম, নূর ইসলাম রকি, বশির হোসেন, জয়নাল ফরাজী, জাকারিয়া হোসেন তুষার, মো. জাহিদুল ইসলাম, এস এম বাহাউদ্দিন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ