ভৈরব নদ থেকে কিশোরের পা বাঁধা লাশ উদ্ধার
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন ভৈরব নদের আফিল গেট শশ্মান ঘাট এলাকা থেকে পুলিশ অজ্ঞাতনামা (১৫) এক কিশোরের দুই পা বাঁধা লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরে ভৈরব নদীর আফিলগেট শশ্মান ঘাট এলাকায় নদীতে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের সাথে আটকা পড়ে বেঁধে থাকা ১৫/১৬ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের দুই পা বাঁধা লাশ পানিতে ভাসতে দেখতে পায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খানজাহান আলী থানা পুলিশ এবং নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে লাশটি নদীর ডাঙ্গায় তুলে আনে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের খালিশপুর জোনের এসি তারেক রহমান জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যেমে থানা পুলিশ ভাসমান লাশেল খবর জানতে পেরে তাৎক্ষনিকভাবে লাশটি নদী থেকে উদ্ধার করা হয়। তিনি জানান, লাশের দ্ইু পা বাঁধা ছিলো এবং পরনের লুঙ্গি গায়ে জড়ানো ছিলো। লাশটি কয়েকদিন যাবত পানিতে থাকায় লাশটি ফুলে গেছে। কে বা কারা হয়তো বা কয়েক দিন আগে মেরে পানিতে ফেলে দিতে পারে বলে লাশ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।