ভৈরব নদে পাওয়া লাশের পরিচয় মিলেছে
খানজাহান আলী থানা প্রতিনিধি
ভৈরব নদীর খানজাহান আলী থানাধীন আফিলগেট শশ্মান ঘাট এলাকা থেকে উদ্ধার অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেছে। সে নগরীর মীরেরডাঙ্গার এ্যাজাক্স জুট মিল শ্রমিক কলোনীর আঃ হকের নাতি আরাফাত নাঈম (১৩)। নাঈমের মা রোজিনা বেগম এবং মামা সুমন লাশের সাথে পাওয়া লুঙ্গি দেখে সনাক্ত করেন।
নাঈমের মামা সুমন জানান, আমার বোন রোজিনা বেগম বরিশালে থাকে তার ছেলে আমার ভাগ্নে নাঈম আমাদের বাসায় থাকতো গত বুধবার সকালে সে এ্যাজাক্স কলোনীর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার সকালে একটি রবি নাম্বার থেকে চুয়াডাঙ্গা জিআরপি থানার এসআই রুহুল আমিন পরিচয় দিয়ে আমার বোন রোজিনাকে বলে আমার ভাগ্নে চুয়াডাঙ্গা রেললাইনের পাশে অজ্ঞান অবন্থায় পড়ে আছে তার একটি কিডনি নাই দ্রত আসতে বলেন। খবর শুনে আমার বোন খানজাহান আলী থানায় জিডি করতে গেলে থানায় এসে জানতে পারে নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশের সাথে পাওয়া লুঙ্গি দেখে নাঈমের লাশ সনাক্ত করি। এদিকে নাঈমের লাশ গতকাল শনিবার এ্যাজাক্স জুট মিল মাঠে জানাযা শেষে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়েছে।