May 12, 2025
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

দক্ষিণাঞ্চল ডেস্ক

দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয় আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে উড়োজাহাজটি দেশটির পূর্বাঞ্চলীয় বলিভার রাজ্যের গুয়াসিপাতি এয়ারপোর্ট থেকে রাজধানী কারাকাসে যাচ্ছিল। পরে নিয়ন্ত্রণ হারিয়ে মিরান্ডা রাজ্যের অস্কার মাচাদো যুলুয়াগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিকটে এটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটির তিন ক্রুও দুর্ঘটনায় নিহত হয়েছেন। ভেনেজুয়েলার জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে বলে বিবৃতিতে জানান অ্যাটর্নি জেনারেল। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, উড়োজাহাজটি দেশটির সরকারপন্থি ব্যবসায়ীদের বহন করছিল।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *