ভূমিকম্প: তুরস্কে ও সিরিয়ায় নিহত ১৪৭২
শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় ১৪৭২ জন মানুষ নিহত হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানে এই ভূমিকম্পটি। খবর সিএনএন ও আল-জাজিরা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, তুরস্কেই ৯১২ জনের মৃত্যু হয়েছে।
সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেখানে ৫৬০ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা সানা সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ৩৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৮৯ জন।
মানবাধিকার সংগঠন হোয়াইট হেলমেট রেসকিউ গ্রুপ জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে ২২১ জন নিহত এবং ৪১৯ জন আহত হয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
খবরে বলা হয়, ভূমিকম্প আঘাত হানার সময় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। ভবনের ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েন। অনেকে মারা গেছেন।