ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেছেন।
পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার কে এম রায় নিয়তি জানান, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেন বলেও তিনি জানান।
লালবাগ থানার (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান, রোববার রাতে ঢাবির এক ছাত্রী ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে।
তিনি বলেন, মামলার পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তবে মামলায় ঘটনাস্থল দেখানো হয়েছে লালবাগের নবাবগঞ্জ এলাকায়।