ভিখারির কাছে নবজাতক রেখে গেলেন মা
দক্ষিণাঞ্চল ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে এক নবজাতককে ভিখারির কাছে রেখে তার মা চলে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়ে এ ঘটনা ঘটে।
দুর্জয় মোড়ের দক্ষিণ পাশে ইসলাম ফার্মেসির মালিক আশরাফুল আলম মুকুল জানান, কালো চাদর জড়ানো এক তরুণী মা খাবার খেতে যাওয়ার কথা বলে তার ৩/৪ দিন বয়সী মেয়েকে এখানে এক ভিখারির কাছে রেখে যান। কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও ওই যুবতী মা ফিরে না আসায় ভিক্ষুক মহিলা বিষয়টি আমাকে জানান।
আশরাফুল আলম মুকুল আরও জানান, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানান; তখন ইউএনও এলাকাবাসীর সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ইউএনও লুবনা ফারাজানা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করি। নবজাতকের মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, শিশুটি দুই থেকে তিন দিন বয়সী হবে। শিশুটি এখন সুস্থ আছে। তাকে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের তত্ত¡াবধানে রাখা রয়েছে।