January 19, 2025
বিনোদন জগৎ

ভালো ছেলে পেলে আবারও বিয়ে করবেন মুনমুন

আলোচিত চিত্রনায়িকা মুনমুন এর আগে দু’বার বিয়ের পিঁড়িতে বসলেও সংসার টেকেনি। তাই এবার বিয়ের জন্য মনের মতো গোছানো ছেলে খুঁজছেন অভিনেত্রী।

ভাঙা-গড়ার মধ্য দিয়েই তো জীবন এগিয়ে যায়। আর জীবনের সমস্ত কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই এগিয়ে যেতে চান ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা।

২০০৩ সালে এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেছিলেন। ২০০৬ সালে বিচ্ছেদ হয় তাদের। প্রথম সংসারে মুনমুনের একটি সন্তানও রয়েছে। তারপর ২০১০ সালে ভালোবেসে রোবেন নামে এক মডেলকে বিয়ে করেন মুনমুন। তার সঙ্গেও বিচ্ছেদ হয় মুনমুনের।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মুনমুন জানিয়েছেন, মনের মতো গোছানো কোনো ভালো ছেলে পেলে এ বছর বা আগামী বছরের যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।

মুনমুন বলেন, ‘বিয়ের পরিকল্পনা আছে। জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো। ’ আর সেই জীবনে সুযোগ্য জীবনসঙ্গী খুঁজছেন অভিনেত্রী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *