November 25, 2024
আন্তর্জাতিক

ভালো চাইলে শর্ত মেনে নাও: ইউক্রেনকে রাশিয়া

ইউক্রেনকে মস্কোর দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, মস্কোর দাবিগুলো পূরণ করুন।

তা নাহলে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করবে

ল্যাভরভ কিয়েভকে বলেছেন, কিয়েভকে মস্কোর দেওয়া প্রস্তাবগুলো মেনে নিতে হবে, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় স্বীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ‘নিজের ভালোর জন্য’ ইউক্রেনকে মস্কোর ইচ্ছা মেনে চলা উচিত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সোমবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে লাভরভকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এ সংঘাত কতদিন চলবে, তাসের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে ল্যাভরভ বলেন, ‘বলটি সরকারের কোর্টে এবং এর পেছনে ওয়াশিংটন। ’

এর আগে গত ২৫ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইউক্রেন নিয়ে তিনি আলোচনায় বসতে প্রস্তুত।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে জড়িত প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের ওপর নির্ভর করে। আমরা তারাই, যারা আলোচনা করতে কখনও অস্বীকার করিনি।

তিনি বলেন, ইউক্রেনে চলা অভিযানের বিষয়ে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকার করেছিল।

রুশ প্রেসিডেন্ট আরও বলেছিলেন, আমি বিশ্বাস করি, আমরা যা করছি তা সঠিক। আমাদের জাতীয় ও জনগণের স্বার্থ রক্ষা করছি। আমরা সঠিক পথে কাজ করছি। কারণ, আমাদের নাগরিকদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *