December 21, 2024
আঞ্চলিক

ভালো খেলোয়াড় দেশের সুনাম বয়ে আনতে পারে : শেখ হারুন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক বিরোধী হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, একজন ভালো ও দক্ষ খেলোয়াড় ইচ্ছা করলে দেশের সুনাম বয়ে আনতে পারে। এজন্য শিক্ষার সাথে তাল মিলিয়ে খেলাধূলার প্রতি গুরুত্বারোপ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে যুগপোযোগী করে আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ তৈরীর অন্যতম কারখানা। সুতরাং সেই কারখানা ভালো হলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে। এই ক্ষেত্রে শুধু অবকাঠামো নয়, শিক্ষা প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। এজন্য বিদ্যালয় পরিচালনা পরিষদ, অভিভাবক, সূধী সমাজ ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি গতকাল সোমবার বিকাল সাড়ে চারটায় গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হকের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ফুলতলা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা।

বিশেষ অতিথি ছিলেন খুলনা খানজাহানআলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, শহীদ শেখ বিশেষায়িত হাসপাতালের অর্থো: বিভাগের প্রধান ডাঃ আব্দুল কাদের, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব বেগ আব্দুর রাজ্জাক, বিদ্যানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু, আটরা গিলাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব খান হাফিজুর রহমান ও ইউপি সদস্য আলহাজ্ব হাফেজ মাওলনা গোলাম মোস্তফা এবং আছিয়া আনসার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা ফম লিয়াকত আলী, বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি সরদার আলী আহম্মেদ, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোফাজ্জেল হোসেন, মোঃ অলিয়ার রহমান মৃধা, জগন্নাথ অধিকারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীরোদ কুমা মন্ডল, পরিচালনা পরিষদের সদস্য মোঃ সোহরাব হোসেন, আসলাম শেখ, মিলন মজুমদার, হালিমা বেগম, শিক্ষক শেখ মুজিবর রহমান, হেলাল উদ্দীন, নারগিস সুলতানা, তুষার কান্তি বিশ্বাস, মোঃ আফজাল হোসেন, শেখ মুজিবর রহমান, রিজিয়া খাতুন, ফয়জুন নাহার পাঠান, নাজমা খাতুন, অনিমেষ চন্দ্র মন্ডল, রাজিব হুসাইন প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *