December 29, 2024
বিনোদন জগৎ

ভালোবাসা দিবসে বাগদান সম্পন্ন করলেন পরিমনি

অনলাইন ডেস্ক

ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষটির সঙ্গে বাগদান সারলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ঘরোয়া আয়োজনে প্রেমিক তামিম হাসানের সঙ্গে আংটি বদল করেন এই তারকা।

পরীমনি বলেন, বৃহস্পতিবার রাতে আমার বনানীর বাসার ছাদে বাগদান অনুষ্ঠানটির আয়োজন করি। আমরা দু’জন দু’জনকে আংটি পরিয়ে দিয়েছি। অনুষ্ঠানে শুধুমাত্র আমাদের দুই পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিতি ছিলেন। তামিমের পরিবারের অনেককে আমি প্রথম দেখলাম। সবার সঙ্গে চমৎকার সময় কাটলো, ছবি তুললাম। অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে।‘তামিম তার পরিবার ও বংশের বড় ছেলে। সে সুবাদে আমি তাদের বংশের বড় বউ হতে যাচ্ছি। এ দিকে আমি আমার বংশের বড় মেয়ে। কাকতালীয় বিষয়টি বেশ মজার। খুব শিগগিরই বড় আয়োজন করে বিয়ে করবো’, যোগ করেন ‘স্বপ্নজাল’খ্যাত এই অভিনেত্রী।২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পরীমনির।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেমের ঘোষণা আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁদের বাগদান সম্পন্ন হয়। যদিও পরীমনি ও তামিম অনেক আগেই গোপনে বিয়ে করেছেন—এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

এদিকে তামিম হাসান একটি জাতীয় দৈনিক পত্রিকার বিনোদন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *